chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় বন্দুকসহ একজন ধরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্দুকসহ রবি দে (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুলাই) ভোররাতে রবি দে’র শান্তিনিকেতন গ্রামের বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি নিকেতন গ্রামের নারায়ণ মাস্টার বাড়ির মৃত স্বপন দে’র ছেলে।

এ সময় তার স্বীকারোক্তি ও দেখানো মতে বসতঘর থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এরপর অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে‌। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর