chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কারবালার শিক্ষা নিয়ে মানবতার বিশ্ব গড়ে তোলার আহ্বান

কারবালা দিবসের শিক্ষা নিয়ে মানবতার বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুল্যুশন।

বুধবার (১৭ জুলাই) কারবালা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে নেতারা এ আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, জয়নাল আবেদীন হামীম, শারমিন সুলতানা, মাঈনউদ্দীন টিটু।

নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার রক্ষার এ  শাহাদাত দিবস। সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রাজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিনাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষায় এই শাহাদাত দিবস প্রেরণা হিসেবে কাজ করে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর