chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিরোজপুরে খুন করে চট্টগ্রামে আত্মগোপন, ১০ বছর পর ধরা

চট্টগ্রামের চাঁন্দগাঁওয়ে পিরোজপুর জেলার ১০ বছর আগের হত্যা মামলার আসামি হাফিজুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

রবিবার (১৪ জুলাই) সকালে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শফি-উল আলম এ তথ্য জানায়।

সহকারী পরিচালক শফি-উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁন্দগাঁও থানার মোহরা চর এর রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার হত্যা মামলার পলাতক আসামি হাফিজুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে নগরীর চাঁন্দগাঁও থানা এলাকায় বসবাস করছিল।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর