কক্সবাজারে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ওই এলাকার হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় জানে আলমের বাড়িতে মাদক করবারিরা অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র্যাবের সদস্যরা। এতে পালানোর সময় মাদক কারবারি রবি আলম ও নাজির হোসেনকে আটক করা হয়। পরে একটি চটের বস্তায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
জানা যায়, তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে মিয়ানমার থেকে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
চখ/ককন