চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার
নগরের বায়েজিদ বোস্তামীর তুলাতলি এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে ভ্রূণটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এই মানবভ্রূণ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়। ভ্রুণটির ওজন এক কেজির মতো হবে। অবৈধ গর্ভপাতের পর ভ্রূণ ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
চখ/ককন