চট্টগ্রামে জল থই থই স্কুলমাঠে ধরা হচ্ছে মাছ
টানা ৫দিন ধরে বৃষ্টি পড়ছে চট্টগ্রামে। বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাঠে পানি থই থই করছে।
সেখানে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। এই দৃশ্য দেখে হতাশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মূলত মাঠে জমে থাকা বৃষ্টির পানি সরানোর ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টি হলেই স্কুলটির মাঠে পানি জমে যায়। মাঠটি দুই ফুট পানিতে নিমজ্জিত হয়ে আছে। ফলে স্কুল মাঠে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুল মাঠে পানি থই থই করছে। স্থানীয় এক ব্যক্তি স্কুলমাঠের পানিতে জাল ফেলে মাছ ধরছেন। তিনি বলেন, প্রতি বর্ষায় আমরা স্কুল মাঠে মাছ ধরি। আশপাশের পুকুর ও খাল থেকে এখানে মাছ আসে।
- ফখ|চখ