চট্টগ্রামে বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ
চট্টগ্রামে টানা ৫ দিন ধরেই চলছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন এই বৃষ্টি চলবে। চট্টগ্রাম নগর, জেলা ও উপজেলাগুলোতে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। নগরের নিম্নাঞ্চলে সড়কে ও কলেজ আঙ্গিনায় পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা।
আজ ভোর থেকে বৃষ্টি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ৮ টার দিকে ছাতা মাথায় বা বৃষ্টিতে ভিজেই পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায় পরীক্ষার্থীদের।
দুপুরে পরীক্ষা শেষে প্রবল বৃষ্টির মধ্যে অস্বস্তিতে পড়ে শিক্ষার্থীরা। অনেকে ভিজে যায়। রাস্তায় ছিল না গাড়ি। দেড়টায় দেওয়ানহাট এলাকা থেকে তোলা ছবি।
কলেজ মাঠে বৃষ্টির পানিতে নিমজ্জিত। এরমধ্যে বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে আসা যাওয়ার রাস্তা। পরিক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছেন।
- ফখ|চখ