chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেয়রের সাথে বিদায়ী পুলিশ কমিশনারের সাক্ষাৎ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিদায়ী কমিশনার কৃষ্ণ পদ রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (১ জুলাই) নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দু’জনের মধ্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পে-পার্কিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিটি মেয়র বিদায়ী পুলিশ কমিশনারের দায়িত্বকালীন সময়ে নগরীতে উন্নত আইন-শৃঙ্খলা প্রদান করায় তাঁকে ধন্যবাদ জানান এবং কৃষ্ণ পদ রায়ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে তার দায়িত্ব পালনকালে দিক-নির্দেশনা দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মোরশেদুল আলম, গাজী মোহাম্মদ শফিউল আজিম, নুরুল আমীন, আবদুস সালাম মাসুম, রুমকি সেনগুপ্ত, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানাসহ অন্যান্যরা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর