কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ কারবারি আটক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার (২৩ জুন) রাত ১টায় উপজেলার লম্বাবিল এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (২৪ জুন) র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, টেকনাফ লম্বাবিল এলাকায় মাদক কারবারি রিয়াজ উদ্দিন ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি ও তার সহযোগীরা অভিনব পন্থায় ইয়াবা বিক্রয় করে আসছিলেন। তারা মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন/চখ