chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় টোবাকো কোম্পানির অপহরণ মামলায় ৩ ভাই গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় টোবাকো কোম্পানির গাড়িসহ চালককে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের ঘটনায় একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ট্রাক চালক ও ট্রাকে থাকা ১০ হাজার ৬১ কেজি তামাকাপাতা।

রবিবার (২৩ জুন) রাতে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, তাঁরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুরাজপুর এলাকার শামসুল আলমের ছেলে মো. ফারুক (৩০), নুরুল কবির (২৫) ও মো. ওসমান প্রকাশ ছোটন (৩৫)। তারা তিনজনই সহোদর। উদ্ধার হওয়া ট্রাকচালকের নাম, মো. ইমন (৩২)। তার বাড়ি টাঙ্গাইলের বাশাইল থানার হাবলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নাহালী এলাকায়।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোস্তাক আহমদ জানান, শুক্রবার (২১ জুন) কক্সবাজারের চকরিয়া থেকে এসএ টোব্যাকো লিফ ডিপোর একটি ট্রাকে ১০ হাজার ৬১ কেজি তামাকপাতা রংপুরে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে ট্রাকের গতিরোধ করে ট্রাকে ওঠে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে এনে থামানো হয়। সেখান থেকে চালকের মাধ্যমে কোম্পানিকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ ঘটনায় কর্তৃপক্ষ পুলিশকে অভিযোগ করলে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ট্রাক আটকিয়ে মুক্তিপণের জন্য তারা চালককে অপহরণ করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এসএ টোব্যাকো কোম্পানির ফ্যাক্টরি ম্যানেজার মো. সাকিব বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর