মিরসরাইয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪শে জুন) সকাল ১১ টায় উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মিরসরাই উপজেলার ছয়টি বিদ্যালয়ের বালক দল অংশগ্রহণ করছে। এখানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধীতা করবে।
মুহভ/চখ