chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লামায় ৫২ বছরের বৃদ্ধ ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৫২ বছরের বৃদ্ধ এক চায়ের দোকানদারের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৬ জুন) দুপুর দেড়টায় লামা উপজেলার গজালিয়া বাজারে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহজাহান (৫২)। তিনি গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ পাড়ার মৃত আমজের হোসেনের ছেলে।

জানা যায়, ভিকটিম তার নিজ বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধের জন্য গজালিয়া বাজারে যায়। পরবর্তীতে ভিকটিম ফার্মেসি থেকে নিজ বাড়ি ফেরার পথে তার বাড়ির পাশের চায়ের দোকানদার মো. শাহজাহান তাকে জোর করে দোকানের রান্না ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ভিকটিমের পরিবার জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সহযোগিতা চাইলে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • বিদ্যুৎ|ফখ|চখ
এই বিভাগের আরও খবর