chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় বাবার কাছে ছাগল চাওয়ার গৃহবধূর আত্মহত্যা

লোহাগাড়ার চুনতি এলাকায় বাবার কাছে ছাগল চাওয়ার জের ধরে বিষপানে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায় ,ফারিন ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত রবিবার (১৬জুন)রাতে নিহতের স্বামী আরাফাত কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর গৃহবধূর বন্ধক রাখা স্বর্ণ তার স্বামীকে এনে দিতে বলেন। তারপর স্বামী গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দিতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে ফারিন সোমবার (১৭জুন) সকাল ১০টার দিকে সকলের অগোচরে বিষপান করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, সকালে বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, “খবর পেয়ে বিষপানে নিহত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • বিদ্যুৎ|ফখ|চখ
এই বিভাগের আরও খবর