chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষাপ্রতিষ্ঠানে কমতে পারে এ বছরের গ্রীষ্মের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর গ্রীষ্মের এক সপ্তাহ কমানো হতে পারে জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা আগামী ২ জুলাই পর্যন্ত।

তবে শিখন ঘাটতি কমাতে নির্ধারিত ছুটি এক সপ্তাহ কমিয়ে আনা হতে পারে। ঈদ-উল-আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেই হিসেবে ঈদ-উল-আজহার ছুটির পরের সপ্তাহেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিভিন্ন কারণে পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর