chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বনাথ পণ্ডিত বলেন, ‘ভোর সাড়ে ৬টার দিকে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ২০০ গজ দক্ষিণে চট্টগ্রামমুখী লেইনে এ ঘটনা ঘটে। তেলবাহী ট্রেনটির ইঞ্জিন সম্পূর্ণ উল্টে রেললাইনের পাশে কাত হয়ে গেছে। এ ছাড়া পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। লুফ লাইনে দুর্ঘটনা ঘটায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’

 

তিনি বলেন, ‘এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। রেলওয়ে বিভাগ থেকে লোকজন আসার পর উদ্ধার তৎপরতা শুরু হবে। আপাতত রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা টহলে রয়েছেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।’

এ বিষয়ে ফৌজদারহাট রেলওয়ে স্টেশনের মাস্টার নৃতিশ চাকমা বলেন, তেলবাহী ট্রেনটি বন্দর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অনাকাঙ্খিত দুর্ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর