সেন্টমার্টিনের নিরাপত্তা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নিরাপত্তা ঘিরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নানা প্রচারণা চলছে। তবে এমন গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
পাশাপাশি দ্বীপটির নিরাপত্তা এবং মিয়ানমারের যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ টহল জোরদার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটির নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ উক্ত অভিযান পরিচালনা করছে জানিয়ে আইএসপিআরের দাবি, মিয়ানমার নৌবাহিনী সেন্টমার্টিনের অদূরে তাদের সমুদ্রসীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। আর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজও মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণসহ বাংলাদেশের সমুদ্রসীমায় নিয়মিত টহল পরিচালনা করছে।
- ফখ|চখ