chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে হাটে পশু বেশি, ক্রেতা কম 

আজ শেষ দিনের বাজার। দাম ছেড়ে দিয়ে হলেও তাঁর গরু গুলো বিক্রি করে দিতে চান ব্যবসায়ী মনির। তিনি জানান , যশোর থেকে ২২টি গরু বিবির হাট বাজারে তুলেছেন, এখন পর্যন্ত মাত্র ৬টি গরু বিক্রি করতে পেরেছেন। লাভ কম করে হলেও সব গরু বিক্রি করে দিতে চান এই ব্যবসায়ী।

এবছর চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী–অস্থায়ী ১২টি পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী তিনটি স্থায়ী হাট হচ্ছে সাগরিকা পশুর বাজার, বিবিরহাট গরুর হাট ও পোস্তারপাড় ছাগলের বাজার। অস্থায়ী হাটগুলো হচ্ছে মধ্যম হালিশহর মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন রিং রোডের পাশে খালি জায়গা, মোহরা ওয়ার্ডের জানালী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত খালি জায়গা, কর্ণফুলী পশুর বাজার (নূর নগর হাউজিং এস্টেট অথবা বহদ্দারহাট এক কিলোমিটার হতে শাহ আমানত ব্রিজের উত্তর পাশ পর্যন্ত), ৪১ নং ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ ও একই ওয়ার্ডের মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ, ২৬ নং ওয়ার্ডের বড়পোল সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড় এবং ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডস্থ সিডিএ বালুর মাঠ।

রবিবার (১৬জুন) সরেজমিনেনগরীর বিবিরহাট পশুবাজারে গিয়ে দেখা যায় , অনেক পশু আছে হাটে । ক্রেতা কম থাকায় অল্প লাভে গরু বিক্রি করে দিচ্ছেন বেপারিরা।

এক ব্যবসায়ী দাবি করেন ,এবছর শহরের অলিগলিতে অনেকগুলো হাট বসেছে। যেখান থেকে গরু কিনতে হাসিল দিতে হয় না, যা বৈধ বাজারে দিতে হয়। আবার বাজার থেকে গরু পরিবহনেরও একটা খরচ থাকে। তাই বেশিরভাগ কোরবানিদাতা বাসার আশেপাশে বসা ‘অবৈধ’ হাটগুলো থেকে গরু কিনেছেন।

ব্যবসায়ী রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেছেন অনেকগুলো এগ্রো ফার্ম বা গরুর খামার এবার আমাদের পথে বসিয়ে দিয়েছে। কারণ হিসেবে তিনি জানান ,এগ্রো ফার্ম থেকে গরু কিনলে হাসিল দিতে হয় না। আবার কিছু কিছু এগ্রো ফার্ম থেকে গরু কিনলে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। তাই ঝামেলা এড়াতে এগ্রো ফার্মমুখী হয়েছেন কোরবানিদাতাদের একটি বড় অংশ। যারা প্রভাব আমাদের হাটে।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তাঁরা জানান আগামীকাল কোরবানির দিন। আজ কোরবানি বাজারের শেষ দিন। কোরবানির আগের দিন বাজারে হয় দাম কমে নয়তো অতিরিক্ত বাড়ে। শহরে পশু রাখার ঝামেলা এড়াতে অনেকে শেষের দিন পশু কিনেন বলে জানিয়েছেন তাঁরা।

বিবিরহাট পশুর হাট থেকে এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) খাস কালেকশনের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক চট্টলার খবরকে বলেন , এবার বিবির হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ অন্যান্য এলাকা থেকে গরু এনেছেন বেপারিরা। আছে চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী থেকে নিয়ে আসা গরুও। স্থানীয় বিভিন্ন খামারে হৃষ্টপুষ্টকৃত প্রচুর গরুও আনা হয়েছে বিক্রির জন্য। আজ রবিবার অনেক পশু বিক্রি হচ্ছে ,রাতে আরো বিক্রি বাড়তে পারে। দামও ছেড়ে দিচ্ছে বিক্রেতারা, ক্রেতা বিক্রেতা সবাই খুশি আছে।বাজারে এখনোও অনেক পশু অবিক্রিত থেকে গেছে।হয়তো আজকে সব বিক্রি হয়ে যাবে।

  • বিদ্যুৎ|ফখ|চখ
এই বিভাগের আরও খবর