chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণ  দিবসে বিক্ষোভ সমাবেশ

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর পূর্তি আজ। বুধবার (১২ জুন) দুপুরে এ উপলক্ষ্যে রাঙামাটি উপজেলার দক্ষিণ কুতুকছড়ি বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পার্বত্য বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন – ল্যাম্পপোস্টের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারহানা হক শামা, প্রতীকী রায় পড়ে শোনান পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি রিনিশা চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা, কার্বারি প্রতিনিধি শ্যামল চাকমাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, কল্পনা চাকমার অপহরণের ২৮ বছরেও আলোচিত এই অপহরণ ঘটনার বিচার হয়নি। কল্পনা চাকমা অপহরণের ঘটনা ঘটলেও কে বা কারা অপহরণে জড়িত; এই বিষয়ে কাউকে দোষী না করেই আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। আবার আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন আদিবাসী নারী নেত্রী কল্পনা চাকমা। দীর্ঘ ২৮ বছর ধরে অপহরণ মামলা চললেও এ ঘটনায় কাউকে দোষী না করেই আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। অবশেষে ওই মামলা খারিজ করে দিয়েছে রাঙামাটির একটি আদালত।

চখ/ককন

এই বিভাগের আরও খবর