চট্টগ্রামে আত্মগোপনে থাকা ২ আসামী র্যাবের হাতে গ্রেফতার
নগরীর হালিশহর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী এবং তার এক সহযোগীকে দীর্ঘ ৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার করেছে র্যাব -৭।
মঙ্গলবার (১১জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে সুমন চক্রবর্তী (৪২) ও তাজুল দে’কে (৪০) আটক করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. শরীফ-উল-আলম।
তিনি চট্টলার খবরকে জানান, হালিশহর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী সুমন চক্রবর্তীকে চকবাজার ডিসি রোড এলাকা থেকে মঙ্গলবার (১১জুন) রাতে গ্রেফতার করা হয়েছে। সুমন চক্রবর্তীর দেয়া তথ্যমতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাতরি চৌমুহনী এলাকা থেকে একই হত্যা মামলায় জড়িত ওয়ারেন্টভুক্ত পালাতক অসামী তাজুল দে’কে (৪০) গ্রেফতার করা করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যাক্তিরা হালিশহর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী স্বীকার করায় তাদেরকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন/চখ