টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসন হারালেন সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যেন সাকিব আল হাসানের সঙ্গে লুকোচুরি খেলছে। মে মাসের শেষ নাগাদ ওই তালিকার দুইয়ে নেমে যাওয়া এই টাইগার অলরাউন্ডার ফের নম্বর ওয়ান হন পরের সপ্তাহে। তবে এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে সাকিবের। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের পাঁচে।
বুধবার (১২ জুন) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।
সেখানে দেখে গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ২০৮। এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না তিনি। দুই ম্যাচ খেলে ৬১.১১ স্ট্রাইকরেট ও ৫.৫ গড়ে করেছেন ১১ রান। ৯ ইকোনমিতে বোলিং করলেও উইকেটশূন্য। এমন হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব যে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে, তা আর না বললেও চলছে।
সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগ বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) শীর্ষে এবং তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে ওঠে গেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন হাসারাঙ্গা। এখানে তাঁর রেটিং পয়েন্ট ৬৭৬। ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে এখনো এক নম্বর বোলার আদিল রশিদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে থাকায় র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন দুই আফগান রশিদ খান ও ফজলহক ফারুকি। চার ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রশিদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। চলমান বিশ্বকাপে ৩.৬২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। ছয় ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন ফারুকি। ৯ উইকেট নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী এখনো পর্যন্ত আফগান বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট চলমান বিশ্বকাপেই নিয়েছেন তিনি। সমান ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে চারে এনরিখ নরকীয়া। তিনি এগিয়েছেন চার ধাপ। লঙ্কানদের বিপক্ষে এবার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ৭ রানে নেন ৪ উইকেট। নরকীয়ার এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।
মুহভ/চখ