চট্টগ্রামে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস পালন
চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপত্বিতে এ কারামুক্তি দিবস পালিত হয়।
অনুষ্ঠানে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন এই ধারা চলতে থাকলে অচিরেই দেশ উন্নত দেশে পরিণত হবে। জাতির এক ক্রান্তি লগ্নে জননেত্রী শেখ হাসিনা দেশ ও দলের হাল ধরেছেন তার যোগ্য নেতৃত্বে দল ৫ম বারের ন্যায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামীলীগের নেত্রী নয় বা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি তার নিজ যোগ্যতা বলে বিশ্ব নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। জেল-জুলুম তাকে দমিয়ে রাখতে পারে নাই। গনতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। দেশ আজ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে এক অপশক্তি, তাদের সকল অশুভ চক্রান্ত ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি ভবতোষ কুমার নাথ, তপন কুমার দাশ, পাপড়ি সুলতানা, মোহাম্মদ মহসীন, আজাহারুল হক, তানজিলা মান্নান যুথী, সহকারী পিপি অ্যাডভোকেট হাদী হাম্মাদ উল্লাহ, আফজাল হোসেন,নিলু কান্তি দাশ, জাহেদুল ইসলাম প্রমূখ।
মুন/চখ