chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশে আবারও পালিয়ে আসলো বিজিপির ২৮ সদস্য

মিয়ানমারে চলমান সংঘাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নতুন করে অন্তত ২৮ জন মিয়ান সীমান্তরক্ষী বাহিনীর  (বিজিপি) সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১১ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আঁচারবনিয়া সীমান্ত দিয়ে তারা পালিয়ে আসেন।

তারা নৌকায় নাফনদী পাড় হয়ে টেকনাফের সাবরাং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। বর্তমানে তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত দিয়ে একটি কাঠের ট্রলারে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসে। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে আত্মসমর্পণ করে আশ্রয় চায়। পরে বিজিবির সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।

এর আগে, বাংলাদেশে পালিয়ে আসা বিজিপি ছাড়াও দেশটির সেনাবাহিনীর ৬১৮ জনকে দুই দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর মধ্যে গত ২৫ এপ্রিল ২৮৮ বিজিপি ও সেনা সদস্য, গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে এবং ৯ জুন ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর