chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিশারিঘাটে খালে পড়ে নিখোঁজ ২ শিশু

চট্টগ্রামের ফিশারিঘাটে খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে অজ্ঞাত ২ শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন। ওই দুই শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে।

লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর