chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজেটকে স্বাগত জানিয়ে  মহসিন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহসিন কলেজের  ছাত্রলীগ নেতা  কর্মীরা । মঙ্গলবার (১১ জুন) মিছিলটি কলেজের জিরো পয়েন্ট থেকে চকবাজার, গনি বেকারি মোড় ঘুরে কলেজ চত্বরে এসে শেষ হয়।

এসময়  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন পলাশ বলেন- ‘এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছেন এটি তারুণ্যের স্বপ্নপূরণের বাজেট। শিক্ষার্থীদের স্বপ্ন পুরনের বাজেট।

তিনি আরও বলেন- ‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এবারের বাজেট আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।’

এসময় আরও উপস্থিত ছিলেন মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেতা  সুমন শাহরিয়ার,  ইফতেখার রানা, মিনহাজুল আবেদীন সাজিদ, মোঃ নাজিম উদ্দিন, জিয়াউল হক এমদাদ, সিমলা দত্ত তন্বী, আবদুস সোবাহন, এম এ মনির, মোহাম্মদ এরশাদ, দোলন বড়ুয়া, রাবেয়া বসরি লিজা, নিশি চোধুরী, হাবিবুর রহমান সুজনসহ অন্যান্যরা।

চখ/ বিদ্যুৎ/ককন

এই বিভাগের আরও খবর