chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম হাইদগাঁও একটি গ্রীল ওয়ার্কশপে কাজ করার সময় অসর্তক বশত বিদ্যুৎতায়িত হয়ে এক যুবককে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে হাইদগাঁও ফৌজ্জারপুল নিজ গ্রীল ওয়ার্কশপে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৪৮) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া মৃত নুর মোহাম্মদের সন্তান।  নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ সুমন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে তাঁর বড় ভাই বাড়ির পাশে ওয়ার্কশপে যান। হঠাৎ তিনি ছেড়া তারে বিদ্যুৎতায়িত হয়। পরে পাশের দোকানের লোকজন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর