chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোরবানীর বর্জ্য অপসারণে চসিকের সব প্রস্তুতি সম্পন্ন

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নগরীতে পশুর বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার (১০জুন) বিকালে নগর ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘কোরবানী পশুর বর্জ্য অপসারন সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। আমরা ইতোমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি। কোন অবস্থাতেই বর্জ্য অপসারণ কাজের দায়িত্বে অবহেলা করা যাবেনা। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতির তত্ত্বাবধানে ৬টি জোনে ৬ জন কাউন্সিলর এই কাজ তদারকি করবেন। বিকেল ৫টার মধ্যেই যাতে জবাইকৃত পশুর নাড়িভুড়ি ও বর্জ্য সরিয়ে ফেলা যায় সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের তৎপর থাকতে হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডের সড়কবাতিগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবস্থা নেবেন।’

বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ্ আহম্মদ চৌধুরী, হাজী নুরুল হক, আবদুস সালাম মাসুম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, সিটি মেয়রের সচিব মুহাম্মদ আবুল হাশেম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্যরা।

চখ/ককন 

এই বিভাগের আরও খবর