চড়া দামে বিক্রির জন্য গুদামজাত করা হচ্ছে লবণ
কোরবানির সময় পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা বাড়ে। ওই সুযোগে ফাঁড়িয়া ব্যবসায়ীরা চড়া দামে লবণ বিক্রির জন্য সংগ্রহ করে গুদামজাত করে। চট্টগ্রাম নগরের মাঝিরঘাটের লবণ আড়তে শ্রমিকরা বোট থেকে লবণ নিয়ে যাচ্ছে। ছবি: এম. ফয়সাল এলাহী
মুন/চখ