chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে কৃষি পণ্যে অতিরিক্ত টোল আদায়, কৃষকদের মানববন্ধন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসলের ওপর তিনটি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকদের আটটি সংগঠন। সোমবার (১০জুন) সকালে জেলার শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয় । 

খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি তরুণ আলো চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য ফল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, পানছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা, সংগঠনগুলোর উপদেষ্টা অনিমেষ চাকমা, প্রধানমন্ত্রী কৃষি পদকপ্রাপ্ত কৃষক হ্লমংশিং মারমা। এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েক’শ কৃষক ও ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তাঁদের উৎপাদিত আম, কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্যের ওপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করছে। এ ছাড়া জেলা থেকে অন্য জেলায় কৃষিপণ্য পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহন অতিরিক্ত পরিবহন ফি আদায় করে থাকে। দ্রুত টোল আদায় নিয়ন্ত্রণ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তাঁরা।

কর্মসূচি শেষে পরে টোল আদায় কমানোর জন্য জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর