chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাই প্রবাসী দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক মিরসরাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আফ্রিকার লোতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে।

চাচাতো ভাই মো. সাইফ উদ্দিন জানান, দক্ষিণ আফ্রিকার ওমালাঙ্গায় নজরুলের একটা সুপারশপের দোকান রয়েছে। গতকাল রবিবার সকালে নজরুল ইসলাম গাড়ি চালিয়ে মালামাল ডেলিভারি দিয়ে ফেরার পথে লোতার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে রেখেছে।

তিনি আরও জানান, ২০১৫ সালে নজরুল দক্ষিণ আফ্রিকায় যান। দুয়েক মাস পর ছুটি নিয়ে দেশে আসার কথা ছিল। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 

চখ/ককন

এই বিভাগের আরও খবর