chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে মানবপাচারকারী চীনা নাগরিক আটক

উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে চীনে পাচারের সময় ৫ ভিকটিমসহ এক চীনা নাগরিক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।

আটককৃত মানব পাচার চক্রের সদস্যের নাম জিও সুইওয়ে (৩৪)।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, ‘ গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোর। এই ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রযুক্তির সাহায্যে গত শনিবার ঢাকার উত্তরা ১২নং সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।

ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ ২ তরুণীসহ ৫ জনকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জিও সুইওয়ে (৩৪)কে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। ঘটনায় জড়িত মানব পাচারচক্রের আপর সদস্য সুমি চাকমা হেলিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ’

চখ/ককন

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর