সারাদেশে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা ক্ষাতে শূন্য পদে আরও ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রবিবার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ক বিধিতে এমপিদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
সংসদে সরকার দলীয় বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, সংরক্ষিত এমপি পারভীন জামান এবং স্বতন্ত্র এমপি ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনি এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।
জবাবে লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে।’
চখ/ককন