chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন বাংলাদেশের অন্যতম প্রাপ্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন।’ শনিবার (৮জুন) সকালে চট্টগ্রামের কাজিরদেউরি জিমনেশিয়াম হলে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেয়া অন্যতম লক্ষ্য।’

ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য শনিবার( ৮ জুন) থেকে শুক্রবার (১৪ জুন) পর্যন্ত সারা দেশে ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলাসহ বিভাগের ১১টি জেলার ১০৩টি উপজেলার ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে দিবসটি উদযাপিত হচ্ছে। “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” শীর্ষক প্রতিপাদ্যকে নিয়ে আয়োজিত এবারের অনুষ্ঠানে ১০টি স্টলের মাধ্যমে আসা সেবা প্রার্থীদের সেবা দেওয়া হবে। এছাড়াও মহানগরের ৬টি সার্কেল ভূমি অফিসসহ সকল উপজেলা ভূমি অফিসে পৃথক স্টল স্থাপনের মাধ্যমে ভূমিসেবা প্রদান করবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল চৌধুরী সৈয়দ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামালসহ অন্যান্যরা।

চখ/ককন/বিদ্যুৎ 

এই বিভাগের আরও খবর