chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশের শঙ্খ নদে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চন্দনাইশের দোহাজারী লালুটিয়া লোহার ব্রিজ এলাকায় শঙ্খ নদে ভেসে আসা একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮জুন) দুপুরে দোহাজারী লালুটিয়া লোহার ব্রিজ এলাকায় নদে ভাসমান অবস্থায় লাশটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে একটি লাশ পানিতে ভেসে লালুটিয়া সেচ প্রকল্পের পাশে লোহার ব্রিজ এলাকায় এসে আটকে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

চন্দনাইশ থানার ওসি যুযুৎসু যশ চাকমা জানান, ‘৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহযোগিতায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটিকে মর্গে পাঠানো হয়েছে। লাশটি পুরোপুরি বিকৃত হওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ’

চখ/ককন 

এই বিভাগের আরও খবর