chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

নগরীর বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চা‌লি‌য়ে মোটরসাই‌কেল চোর চ‌ক্রের ৬ সদস্যকে আটক ক‌রে‌ছে কোতোয়ালী থানা পু‌লিশ। শুক্রবার (৭ জুন) থানা সূ‌ত্রে বিষয়টি নি‌শ্চিত করা হয়েছে।

এ সময় ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, ৩টি মাস্টার কী উদ্ধার করা হয়।
‘প্রিপেইড সিন্ডিকেট’ নামে চক্রটির গ্রেফতারকৃতরা হ‌লেন, মোঃ আবিদ হোসেন শ্রাবন (২০), মোঃ আজিজুর রহমান (২৪), মোঃ রাফি (৩১), মোঃ আব্দুল্লাহ আল আবেদ প্রকাশ তুহিন (২৪), মোঃ শাহাদাত হোসেন প্রকাশ খোকা (২৭) ও মোঃ জমির হোসেন (২০)।
থানা সূ‌ত্রে জানা যায়, তারা বি‌ভিন্ন জায়গায় চু‌রি হওয়া মোটরসাইকেল রং, যন্ত্রাংশ প‌রিবর্তন ক‌রে নতুন হিসা‌বে বি‌ক্রি ক‌রে। চক্রটি‌র বেশ ক‌য়েকজন সক্রিয় সদস্য রয়ে‌ছে।
কো‌তোয়ালী থানার ও‌সি এস এম ওবা‌য়েদুল হক জানান, ‘আমরা বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চালি‌য়ে তা‌দের গ্রেফতার কর‌তে সক্ষম হই। গ্রেফতারকৃত‌দের বিরুদ্ধে নগরীর বি‌ভিন্ন থানায় একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। আমা‌দের এরকম অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে।’
চখ/ককন

এই বিভাগের আরও খবর