chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ ২ গোলে আটকে দিল অস্ট্রেলিয়াকে

বাংলাদেশ ২ গোল হজম করলেও শক্তিশালী অস্ট্রেলিয়া দলটির বিপক্ষে উপহার দিয়েছে ভিন্ন ধরনের ফুটবল।

আজ বৃহস্পতিবার কিংস অ্যারেনায় বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার কাছে ১ টি আত্মঘাতী গোলসহ মাত্র ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম লেগে বাংলাদেশের বিপক্ষে ৭-০ গোলের জয় পায় অস্ট্রেলিয়া।

পুরোপুরি রক্ষণাত্মক কৌশলে খেলে বাংলাদেশ সফল। অতিথি দলটিকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ মিনিট পর্যন্ত। তাও দুর্ভাগ্য বাংলাদেশের- আত্মঘাতি গোলে পিছিয়ে পড়তে হয়েছিল। রাসটিকের নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর পায়ে লেগে আত্মঘাতি গোল হয়।

আগামী ১১ জুন কাতারে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে। আর টানা ৫ ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ একই দিন ফিলিস্তিনের বিপক্ষে পার্থে।

 

সম/চখ

এই বিভাগের আরও খবর