chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জীবন দক্ষতা ও জীবিকা অর্জন দক্ষতা নিয়ে কিছু কথা

ফয়েজুন্নেসা মিলি

বাঁচতে হলে জানতে হবে,
জীবন দক্ষতা শিখতে হবে।

জীবন দক্ষতা হল একটা মনো সামাজিক প্রক্রিয়া। এই সামর্থ্য সব শিক্ষার্থীর থাকা প্রয়োজন। কারণ এই দক্ষতা শিক্ষার্থীকে সমস্যা সমাধান করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্জন করাতে সহায়ক। জীবন দক্ষতায় অর্জিত জ্ঞানের প্রায়োগিক ক্ষমতা অনেক বেশি থাকে। ফলে সহজেই জীবিকা অর্জনে সহায়ক। অনেকে জীবন দক্ষতা ও জীবিকা অর্জনের দক্ষতাকে এক মনে করে। কিন্তু আসলে কী এক? দুটি শব্দকে বিশ্লেষণ করলেই সহজেই বুঝা যায়। জীবন দক্ষতা মূলত জন্মথেকে মৃত্যু অবদি বিভিন্ন ধাপে ধাপে অর্জিত যোগ্যতা যা জীবিকা অর্জনের দক্ষতায় কাজে আসে। উদাহরণস্বরূপ বলা যায়, ৫ জন শিক্ষার্থী একসাথে টিফিন করে। একদিন ৩ শিক্ষার্থী টিফিন আনলো, অপর দু’জন আনলো না। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা শেয়ার করে। এই যে শেয়ার করার ক্ষমতা এটা ও একটা জীবন দক্ষতা। এ ধরণের ছোট ছোট কাজগুলো শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রয়োজনের তাগিদে করে। এতে তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, আত্মপ্রত্যয়ী, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, চাপ মোকাবেলা করার ক্ষমতা অর্জিত হয়। আর এগুলোকে কাজে লাগিয়ে যে কোন শিক্ষার্থী জীবিকা অর্জনের দক্ষতা অর্জন করতে পারে। তবে এই জীবন দক্ষতার মধ্যে সাংকেতিক ভাষা ও ব্রেইল এই দুটি বিষয় সব মানুষের জানা এবং শেখা উচিত বলে আমি মনে করি। কেননা মানুষের জীবন হল ক্ষণস্থায়ী। এই জীবনে অনেকে অনেক দুর্ঘটনার স্বীকার হয়। কেউ দুর্ঘটনায় যদি বাকশক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তখনও কিন্তু তার জীবনযাপন করতে হয়। সে ক্ষেত্রে দেখা যায় এই ধরণের মানুষদের সমাজ মনে করে বোঝা। কেননা তাকে অন্যের উপর নির্ভর করে চলতে হয়। সে ক্ষেত্রে যে কোন মানুষের যদি এই সাংকেতিক ভাষা ও ব্রেইল পদ্ধতি আয়ত্তে থাকে তা হলে তাকে অন্যের উপর নির্ভর করতে হয় না। তাই শিক্ষায় টেকসই উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখে প্রতিকূল পরিস্থিতি জীবন দক্ষতা চাপ মোকাবেলা করে সহজেই সিদ্ধান্ত নিতে পারে।

জীবিকা অর্জন দক্ষতার জন্য বেশি প্রয়োজন কারিগরি জ্ঞান ও প্রায়োগিক ক্ষমতা, বৃত্তিমূলক শিক্ষা,ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ক্ষমতা ইত্যাদি। যদি কোন শিক্ষার্থি কারিগরি জ্ঞান অর্জন করতে পারে আর প্রয়োগ করার দক্ষতা অর্জন করতে পারে সে খুব সহজেই জীবিকা অর্জনের পথ বেছে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাই বলা যায় জীবন দক্ষতা ও জীবিকা অর্জনের দক্ষতার সহায়ক।

কলমে
ফয়েজুন্নেসা মিলি
সহকারি শিক্ষক
এয়াকুব্দন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পটিয়া, চট্টগ্রাম।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর