chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়া আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে নারী খুন

পূর্বশত্রুতার জের ধরে কক্সবাজারের উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছে। গতকাল বুধবার (৫জুন) সন্ধ্যা সাতটার দিকে উখিয়া বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮) এফ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সখিনা খাতুন (৪৩)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মেয়ে জামাতা ঈমান শরিফ (২৭)। গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ওই ব্লকের রোহিঙ্গা সুলতান আহমদের স্ত্রী ।

সূত্রে জানা যায়, এক মাস আগে ঝগড়া হয় দুই পরিবারের শিশুদের মধ্যে। স্থানীয়ভাবে তা মীমাংসাও হয়। কিন্তু এরপরও প্রতিশোধ নেয় এক পক্ষ। তাঁদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ওই নারী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার (৬জুন) দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি।

ওই আশ্রয়শিবিরের হেড মাঝি (নেতা) নুরুল ইসলাম বলেন, কয়েক মাস আগে একই আশ্রয়শিবিরের বাসিন্দা মো. রশিদের স্ত্রী সামিরা বেগমের সঙ্গে নিহত সখিনা খাতুনের শিশুদের মধ্যে ঝগড়া হয়। স্থানীয়ভাবে তার মীমাংসাও করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সামিরা বেগমের  নিকটাত্মীয় হারুন, সাদেক, রেজওয়ান ও এনামুলের নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা গতকাল সন্ধ্যায় সখিনা বেগমের ওপর হামলা চালায়। এ সময় সখিনার মেয়ের জামাতা ঈমান শরীফ শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে যান। তখন রোহিঙ্গা জামাতা-শাশুড়ি দুজনকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় রোহিঙ্গারা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় সখিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। ঈমান শরীফকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর