chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে হেলে পড়েছে বহুতল ভবন

চট্টগ্রামের চান্দগাঁও এ প্রায় দেড় ফুট হেলে পড়েছে একটি ৫ তলা ভবন। ঝুঁকিপূর্ণ নবরত্ন নামের ভবনটি চান্দগাঁও বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা।

ঝুঁকিপূর্ণ ভবনটি, পাশে থাকা প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় আতঙ্কে বসবাস করছে ভাড়াটিয়ারা। সুমনের নিকট আত্নীয় টিংকু বড়ুয়া জানান, ‘আমরা এব্যাপারে আইনি ব্যবস্থা নিব।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা ভয়ে আছি।’

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসে চট্টলার খবর ফোনে যোগাযোগ করলে দায়িত্বরত ডিউটি অফিসার মেহেদী জানান, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে, বাড়ির মালিককে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

চখ/ককন

এই বিভাগের আরও খবর