chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলার জেসমিন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুন) সকালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলেজছাত্রী জেসমিন বাইট্টাপাড়া তিনটিলা এলাকার জাহাঙ্গীর আলম জাবেদের মেয়ে। সে লংগদু সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ জুন) সকালে নিজ ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় জেসমিন। জেসমিনের মা বাহির থেকে ঘরে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা খুলতেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে জেসমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর