chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শনাক্ত আরও ৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৫ জন। এসময় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৩৬ জনেই স্থির আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৪ জন, বরিশালে দুইজন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ৯ জন, ময়মনসিংহে ২ জন এবং ঢাকার সাভার উপজেলায় ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই হাজার ৯৬০ জন। যাদের মধ্যে এক হাজার ৭৮৭ জন পুরুষ (৬০ দশমিক ৪০ শতাংশ) এবং এক হাজার ১৭৩ জন নারী (৩৯ দশমিক ৬০ শতাংশ)। এসময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৮০০ জন।

১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন (৪৭ দশমিক ২০ শতাংশ) এবং নারী ১৯ জন (৫২ দশমিক ৮০ শতাংশ)।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর