রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে
আগামী পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে নাম প্রকাশ হয়েছে কিলিয়ান এমবাপের ।
ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের সমর্থক ছিলেন কিলিয়ান এমবাপে। এর একটা বড় কারণ ছিলো তৎকালীন রিয়ালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মিস্টার সি আর সেভেনের বিশাল ভক্ত ছিলেন এমবাপে ।
গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে নাম প্রকাশ হয়েছে তার। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। এই ঘোষণার পর বিশ্বকাপজয়ী ফরাসি এই ফরোয়ার্ড জানিয়েছেন নিজের অনুভূতি ।
সম/চখ