chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক এ পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি।

চখ/ককন

এই বিভাগের আরও খবর