সেতুমন্ত্রী-অর্থ প্রতিমন্ত্রীর সাথে ভাইস চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি’র সাথে আনোয়ারার দুই ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ।
রবিবার (২ জুন) সন্ধ্যায় ঢাকায় অর্থ প্রতিমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।শুভেচ্ছা বিনিময়কালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আনোয়ারার দুই নতুন মুখ তরুণ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বাগতম ও অভিনন্দন জানান। এসময় তিনি তরুণ জনপ্রতিনিধিদের আগামীর নেতৃত্বে সাফল্য কামনা করেন।
জনগণকে সঠিক মূল্যায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট আনোয়ারায় রুপান্তর ও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপদেশ দেন তিনি।
সম/চখ