চসিকের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আফরোজা
দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর। রোববার (২ জুন) সকালে দায়িত্ব নিয়ে তিনি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
‘দ্যা ওয়ার্ল্ড সিটিস সামিট ২০২৪’এ যোগদান ও ব্যক্তিগত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। আগামী ১২ জুন (বুধবার) দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে চসিকের দায়িত্ব নিয়েছেন তিনি।
চখ/ককন