chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে সিফাত আলম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ছেলে। কাউন্সিলর আক্তার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ দুপুরের দিকে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতের মৃত্যু হয়।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, ‘সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

চখ/ককন

এই বিভাগের আরও খবর