chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দল ঘোষণা, রয়েছে বিশেষ চমক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাফুফে। যেখানে নেই জিকো। দলের সবচেয়ে বড় চমক গোলরক্ষক সুজন হোসেন। ২৬ জনের দলে তিনিই একমাত্র নতুন মুখ।

শৃঙ্খলাভঙ্গের দায়ে আনিসুর রহমান জিকো বাদ পড়েন। ওই সময় তার জায়গায় থিতু হন মিতুল মারমা। শাস্তি কমানোর পর জিকো ফুটবলে ফিরলেও বাংলাদেশের হয়ে তার খেলা হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের স্কোয়াডে থাকলেও এবার জাতীয় দল থেকে বাদই পড়লেন।

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তারেক কাজী। তার সঙ্গে রিমন হোসেন, মেহেদী হাসান। নতুন হিসেবে ডাক পেয়েছেন সুশান্ত ত্রিপুরা ।

মিডফিল্ডার রবিউল হাসান, ও জায়েদ আহমেদ বাদ পড়েছেন। তবে স্বস্তির খবর, ফরোয়ার্ড শেখ মোরসালিন চোট কাটিয়ে দলে ফিরেছেন। আরেক ফরোয়ার্ড মো. আবদুল্লাহও সঙ্গে আছেন। সুমন রেজা ও ফয়সাল আহমেদ ফাহিম জায়গা হারিয়েছেন।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, মো. সুজন হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান , তারেক কাজী , মো. রহমত মিয়া, মো. ঈসা ফয়সাল, মো. শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূইয়া।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, মো.রফিকুল ইসলাম , মো. রাব্বি হোসেন রাহুল।

চখ/ককন

এই বিভাগের আরও খবর