chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আলো ছড়াচ্ছে বাউবি, শিক্ষার্থী ৫০ হাজার

চট্টগ্রামে ৫০ হাজার শিক্ষার্থী পড়ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)। যারা নানা সংকট, প্রতিবন্ধকতার কারণে নিয়মিত স্কুল ও কলেজে ক্লাস করতে পারছেনা তারাই বাউবিতে সপ্তাহের সরকারি বন্ধে দিন পড়ালেখা করে জীবন গড়ছে। তাঁরা সেখান থেকে পাস করে সমাজে নানা অবদান রাখছে। মূলত ঝড়ে পড়া শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনার স্বপ্ন পূরণ সম্ভাবনাময় করে তুলছে এই বিশ্ববিদ্যালয়।

জানা যায়, বাউবির স্টাডি সেন্টার গুলো সপ্তাহে শুধু শুক্র ও শনিবার চলে । টিভি রেড়িও এবং অনলাইন মাধ্যমেও নিয়মিত ক্লাস করা যায় । মোট ২২টি র্কোস চালু আছে চট্টগ্রামে । সারাদেশে মোট ৮৩ টি র্কোস চালু আছে বলে জানা য়ায় ।

চট্টগ্রামে যে সব স্কুলে স্টাডি সেন্টার আছে
মহানগরীতে চট্টগ্রাম সরকারী উচ্চবিদ্যালয় , সরকারী মুসলিম উচ্চবিদ্যালয়,চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়সহ ৩৪ টি স্টাডি সেন্টার আছে। কক্সবাজারে ৫টি ,খাগড়াছড়ি ৮টি ,বান্দরবান ৪টি এবং রাঙ্গামাটিতে ৬ টি এস এস সি কোর্সের স্টাডি সেন্টার আছে।

এইচ এস সি কোর্সে মোট ২৯টি স্টাডি সেন্টার আছে। উচ্চতর বি এ/ বি এস এস সহ অন্যান্য র্কোস গুলো র জন্য সরকারী বিশ্ববিদ্যালয়গুলো ব্যবহার করে বাউবি।

বাউবির এক শিক্ষার্থী ফারহানা ইসলাম জানান , আমি পারিবারিক সমস্যার কারণে এইচ এস সি শেষ করে আর পড়তে পারিনি। একটি গার্মেন্টসে চাকরি করছি, বাউবিতে বিএ /বিএস এস প্রোগ্রামে পড়ছি। শুক্রবার অফিস বন্ধের দিন । সেদিন ক্লাস করি।আজকে ছুটি নিয়ে সি আর বি আঞ্চলিক কার্যালয়ে এসেছি রেজিষ্ট্রশন সংক্রান্ত বিষয়ে জানার জন্য ।
তিনি চট্টলার খবর কে বলেন আঞ্চলিক কার্যালয়ে আসলে চেয়ারে লোক দেখিনা । তাই অনেক সময় আমরা সঠিক তথ্য পাইনা।

এই বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম চট্টলার খবরকে বলেন ,‘আমাদের শিক্ষা ব্যাবস্থা পরিচালিত হয় দূরশিক্ষণ পদ্ধতীতে ।এখানে শিক্ষার্থী নিজে থেকে উপকরণ সংগ্রহ করে পড়েবে। প্রশাসনিক কাজ গুলো আমরা আন্তরিক ভাবে করার চেষ্টা করি। কোন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, চট্টগ্রামে ৫০ হাজার শিক্ষার্থী পড়ছে চট্টগ্রামে। পারিবারিক ও শারীরিক অসুস্থতায় নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত যেকোন বয়সের নাগরিক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার আছে। আমরা তাঁদের সেবা দেয়ার জন্য কাজ করি।

  • ফখ|বিদ্যুৎ|চখ
এই বিভাগের আরও খবর