নাসিরাবাদে চালকের বেপরোয়া গতিতে মিনি ট্রাকের দূর্ঘটনা
চট্টগ্রামে পুর্ব নাসিরাবাদ তুলাতুলির বাজার এলাকায় চালকের বেপরোয়া গতির কারনে রেল লাইনের উপর উল্টে পরে যায় মিনি ট্রাক।
দিন দিন বাস,ট্রাক আর মিনি ট্রাক চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানো বেড়েই চলছে।যে কারনে পথচারী এবং যাত্রীদের মাঝে সব সময় বয়ে চলে আতংক।প্রতিদিনই দেশে কোথাও না কোথাও এই দূর্ঘটনা ঘটে চলেছে যার বাস্তব দৃশ্য নাসিরাবাদের মিনি ট্রাকের দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পূর্ব নাসিরাবাদ তুলাতুলি বাজার এলাকায় একটি মিনি ট্রাক উল্টে পড়ে আছে রেল লাইনের উপর। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম ও এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে ট্র্যাকটি রেল রাস্তা থেকে সরিয়ে আনা হয়েছে।
‘চট্টলার খবর’ ফটোগ্রাফারের সরেজমিনে গিয়ে তোলা সদ্য দূর্ঘটনার ছবি
সম/চখ