chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডলারের দাম এখন ১২০ টাকা

সোনার মতোই ডলারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। ১১০ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১২০ টাকা।

ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাংক এখন প্রতি ডলারের দর ১২০ টাকার বেশি নিচ্ছে। ব্যাংকাররা জানিয়েছেন, তারা রেমিট্যান্স কিনেছেন ১১৯ টাকায়।তাই আমদানিকারকদের কাছ থেকে ডলারের দর ১২০ টাকা নিতে হচ্ছে। ক্রলিং পেগ পদ্ধতি চালু করে ডলারের যে রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই রেটে ডলার কিনতে পাওয়া যায় না। বাধ্য হয়ে বাড়তি দরে ডলার কেনাবেচা শুরু করেছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময়ের জন্য ক্রলিং পেগ ব্যবস্থা চালু করে ৮ মে। তখন ডলারের রেট নির্ধারণ করা হয় ১১৭ টাকা করে। যদিও এই ব্যবস্থা চালুর আগে দেশে প্রতি ডলারের দাম ছিল ১১০ টাকা।

 

সম/চখ

 

এই বিভাগের আরও খবর