chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার বাঘাইহাট অদিতি স্কুল মাঠে সাজেক ইউনিয়নসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ এই সেবা নিতে আসেন।

ক্যাম্পেইনে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ রোগী দেখেন। এ সময় জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁন উপস্থিত ছিলেন। চিকিৎসা পেয়ে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আমিন বলেন, এলাকাটিতে কোনো চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’।

চখ/ককন